মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রাকিব(২৪) গ্রেফতার।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত রাকিব কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুলতান আহমদের বাড়ীর মৃত সুলতান আহমেদ ও নুর নাহার বেগমের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।