মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৩৭নং ওয়ার্ডের বি-ইউনিট এর সাধারণ সম্পাদক সরোয়ার আলম(৩৭) কে গ্রেফতার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত সরোয়ার আলম বন্দর থানাধীন আলী মাঝির পাড়া, গুল মোহাম্মদ সওদাগরের বাড়ীর হাজী সালামত আলী ও সেলিনা বেগমের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে নগরীর কোতোয়ালি থানার (১০)২০২৪ এর ১৬৭ নাম্বার এজাহারনামীয় আসামী,মামলা নং-২১। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।