মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন থেকে মোহাম্মদ নুর (৪৫) নামের আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জুলধা ৭ নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোহাম্মদ নুর জুলধা ইউনয়নের ৭ নং ওয়ার্ড সুলতানের বাপের বাড়ীর মৃত ছালেহ আহম্মদ ও আলমাছ খাতুনের পুত্র । তিনি জুলধা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।
অপরদিকে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ আওয়ামীলীগের বৈরাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী(৫৫) নামে একজনকে গ্রেফতার করে।
সে বদলপুরা, ১নং ওয়ার্ডের আনু মাঝির বাড়ীর
আব্দুস শুক্কুর ও নুরনাহারের পুত্র। তাকেও চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।