মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে বিশেষ অভিযানে কোতোয়ালি থানা পুলিশ দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আবুল কাশেম (৪৪) কে গ্রেপ্তার করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সদরঘাটের ইউসিবি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে কাসেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কাশেম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত সালেহ আহমদের ছেলে।
সূত্রে জানা যায়, বিগত সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রাম ছেড়ে নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং মাঝের মধ্যে কর্ণফুলীর ইছানগর এলাকায় নিজ বাড়িতে যেতেন। ঘটনার সময় তিনি কোনো আর্থিক কাজে সদরঘাট এলাকার ইউসিবি ব্যাংকে গেলে কোতোয়ালি পুলিশের অভিযানে ধরা পড়েন।
পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগের সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।