মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি পেয়ার আহমেদ(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.৩০ টায় কর্ণফুলী থানার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীন কণ্ঠে বলেন চান্দগাঁও দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং উক্ত থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত পেয়ার আহমেদ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ৩নং নম্বর ওয়ার্ড সাবেক চেয়ারম্যান ছাবের আহমদের বাড়ীর পার্শ্বের কবির আহমেদ ও আলমাছ খাতুনের পুত্র।