মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোঃ শহিদুল ইসলাম(৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ টায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মরিচ বেপারীর বাড়ীর মোঃ সিরাজ, ও আয়েশা বেগমের পুত্র।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গতকাল কর্ণফুলী থানার বিশেষ অভিযানে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।