মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগে নেতা মিজানুর রহমান মিজান (৫২) কে চট্টগ্রাম মহানগরীর জুবিলী রোড থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত মিজান কর্ণফুলী উপজেলার খোয়াজনগর গ্রামের (৫নং ওয়ার্ড) মৃত আয়ুব আলীর পুত্র। তিনি স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানকে নগরীর জুবলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত আফতাব উদ্দিন। তিনি বলেন ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মিজান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।