মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মোঃ নুরুল আলম(৫৫) ও শিকলবাহা ইউনিয়নের মোঃ নুরুল ইসলাম (৫৬) নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত মোঃ নুরুল আলম কর্ণফুলী উপজেলাধীন চরলক্ষ্যা ইউনিয়নের (৮নং ওয়ার্ড),
মোহাম্মদ আলী মেম্বারের বাড়ীর মৃত মোহাম্মদ আলী ও মৃত জরিফা খাতুনের পুত্র।
সূত্রে জানা যায় -তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীর সহ-সভাপতি।
মোঃ নুরুল ইসলাম কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়নের (৫নং ওয়ার্ড), রাজার বাপের বাড়ির মৃত মোহাম্মদ হাশেম ও মৃত খতিজা বেগমের পুত্র।
সূত্রে জানা যায় -তিনি শিকলবাহা ইউনিয়ন ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এ বিষয়ে নবীন কণ্ঠ বিডিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।