মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর হয়দার(৪৩) ও চরপাথরঘাটা ইউনিয়নের ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ ফারুক (৫৩)কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। এ বিষয়ে তিনি নবীন কণ্ঠ বিডিকে জানান তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ আলী আকবর হয়দার(৪৩) কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের রমজু বলির বাড়ীর মৃত মোহাম্মদ হোসেন ও হালিমা বেগমের পুত্র। সে বঙ্গবন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চরলইক্ষা ০৪ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও আমরা কজন মুজিব সেনার চট্টগ্রাম দক্ষিন জেলার সংগঠক বলে সূত্রে জানা যায়।
মোহাম্মদ ফারুক(৫৩) ইছানগর গ্রামের ০৮নং ওয়ার্ডের ইসমাইল হাজীর বাড়ীর মৃত হাজী তোফাজ্জল আহমদ ও মৃত হোসনে আরা বেগমের পুত্র।