চট্রগ্রামের কর্ণফুলী উপজেলায় সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারি) কর্ণফুলীর মইজ্জারটেক এরিনা কর্ণফুলী স্টেডিয়ামে চরপাথরঘাটা সামাজিক সংগঠনের সমন্বয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগী সংগঠনগুলো হলো দুরন্ত দুর্বার, জাগরাণী সংঘ, মুক্ত বিহঙ্গ ও ইছানগর যুব সংঘ।
সংগঠনের সভাপতি রমজান আলী রমু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুরন্ত দুর্বারের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সম্মানিত ডিএমডি লায়ন মোঃ হাকিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানুষিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি আরো বলেন, এই আয়োজন সকল সামাজিক সংগঠনগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবে। সকল সামাজিক সংগঠন একত্রিত হয়ে এলাকার সকল অসমাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আশা ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সন্ঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ শাহাজাহান ফারুকী, ইন্জিনিয়ার মির্জা মোঃ ইসমাইল, সেলিম খান, ছরওয়ার উদ্দিন কাজল, মুছা সিকদার, মুছা মেম্বার ও প্রমূখ।
প্রতিযোগিতায় ইছানগর যুব সংঘ চ্যাম্পিয়ন ও চরপাথর ঘাটা মুক্ত বিহঙ্গ রানার্সআপ হয়। প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপের মাঝে ট্রপি তুলে দেন।