মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যার মৌলভী বাজার সংলগ্ন ফারুকের ব্রীক ফিল্ডের পাশে ঘরে থেকে ১৩জন জুয়াড়ীকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।
গতকাল ২০ জানুয়ারি ( সোমবার) রাত ০৮টায় ঘটিকার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন -আলী আব্বাস(২৪) পিতা-মৃত ইদ্রিস, মাতা-আঞ্জুম আরা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, শের গো বাড়ী, ০২। মোঃ রায়হান(২০) পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-কাশেফা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, সুলতান কাজীর বাড়ী, ০৩। মোঃ আরাফাত(১৯) পিতা-মোঃ হাশেম, মাতা-কাশেফা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, ভোলা গাজীর বাড়ী, ০৪। মোঃ নাছির(২০) পিতা-মোক্তার হোসেন, মাতা-মনোয়ারা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, ফেলা গাজীর বাড়ী, ০৫। মোঃ তৌহিদ(১৯) পিতা-আমিন শরীফ, মাতা-আমেনা বেগম, সাং-রত্নপুন, ০৩নং ওয়ার্ড, ফেলা গাজীর বাড়ী, ০৬। মোঃ সিহান(২২) পিতা-মনিরুজ্জামান, মাতা-শাহনাজ বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, ফেলা গাজীর বাড়ী, ০৭। মোঃ শরীফ(১৯) পিতা-মোঃ আজিজ, মাতা-শাহেনা আক্তার, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, শের গো বাড়ী, ০৮। মোঃ নাছির(৪৩) পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-মনছুরা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, অসি হাওলাদারের বাড়ী, ০৯। মোঃ সাজ্জাদ(২২) পিতা-মোঃ জাফর, মাতা-মালেকা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, দাইমার গো বাড়ী, ১০। আব্দুল হাকিম(১৯) পিতা-আব্দুল হামিদ, মাতা-আয়েশা বেগম, সাং-রত্নপুর, ০৩নং ওয়ার্ড, বশিরের বাড়ী, সর্ব থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, ১১। মোঃ শরীফ(২০) পিতা-আব্দুল মালেক, মাতা-জান্নাত বেগম, সাং-বড়খিরি, খোনার বাড়ী, নাহিদ মেম্বারের ওয়ার্ড, ০৮নং বড়খিরি ইউপি, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর, ১২। মোঃ মেহেরাজ(২৪) পিতা-মোঃ মফিজ, মাতা-হাজেরা বেগম, সাং-পূর্বচর কেলাকোপা, ০৩নং ওয়ার্ড, মফিজের বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর, ১৩। শীপ্লক শীল(৪৫) পিতা- ননী শীল, মাতা-মিনু শীল, সাং-চরলক্ষ্যা, ০২নং ওয়ার্ড, সূর্য শীলের বাড়ী, চরলক্ষ্যা ইউপি, থানা-কর্ণফুলী।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান- জুয়াড়ীরা উক্ত এলাকাটিকে জুয়ার আসরে পরিণত করেছিল। জুয়া খেলা অবস্থায় তাসসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।