মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোস্টে তল্লাশিকালীন ১২০০ ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম প্রান্ত চাকমা(১৯)। সে কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা-০৪নং ওয়ার্ড, কৈশল্যার বাড়ীর মৃত সুতুও চাকমা ও মাতা-মাথোই চাকমার পুত্র।
আজ ১৯ জানুয়ারি (রবিবার) ৫টায় সিএমপি’র কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ এর নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান(১) সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ নবীন কণ্ঠ বিডিকে জানান-কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরে প্রবেশকালে সন্দেহজনকভাবে যুবকটিকে আটক করা হয় এসময় তার নিকট থেকে ১২০০(এক হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়। কর্ণফুলী থানার মামলা নং-২২।