মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সে শিকলবাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ড, বাদাল পাড়া এলাকার মৃত জরিপ আলী ও মাতা-শামসুন নাহারের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান-গ্রেফতারকৃত আসামী কামরুল হাসানকে বাড়ির পিছনের রাস্তা থেকে গ্রেফতার করা হয় এসময় তার নিকট থেকে ৭৭ (সাতাত্তর) পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করে। যার প্রেক্ষিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২১
স্থানীয় সূত্রে জানা যায়-গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮.৩০ টায় কর্ণফুলী থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।