মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী :
কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে টিনের চাল কেটে একরাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায় -চোরের দল দোকানগুলো থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে।
চুরি হওয়া দোকানগুলো হলো—মেসার্স তানজিন সেনেটার, মেসার্স আল মদিনা হার্ডওয়ার্ড এবং মেসার্স ভাই ভাই টেলিফোন সেন্টার।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল টিনের চাল কেটে দোকানগুলোতে প্রবেশ করে। নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে জনবহুল ও মানুষের আনাগোনাময় এলাকায় দোকান চুরি ঘটনায় অন্যান্য দোকানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।