মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলী উপজেলার অন্যতম বিদ্যাপীঠ খোয়াজনগরস্থ আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি স্টল প্রদর্শনী ও বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ জানুয়ারী (মঙ্গলবার) সকালে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম- স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লায়ন মোহাম্মদ হাকিম আলী, সদস্য এম.এ. ছালাম, মোহাম্মদ সেকাান্দর আলী, চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা, সংগঠক মোহাম্মদ ফরিদ, বৈষ্যমবিরোধীী ছাত্র আন্দোলন নেতা ও আনোয়ারা-কর্ণফুলী সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ জোবাইর, মাহবুবা ইলা, আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ এর প্রক্তান ছাত্র প্রতিনিধি হানিফ আরাফাত রিয়ান, আকরাম, হৃদয়, সাইমসহ কর্ণফুলী উপজেলা সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- তারুণ্যের উদ্যম, সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ছাত্র প্রতিনিধি মোহাম্মদ জোবাইর বলেন- আজকের উৎসবের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সভা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ক্ষুদ্রে ডাক্তার ক্যাম্প, বিজ্ঞান প্রযুক্তি, শীতকালীন পিঠা প্রদর্শনী, বৃক্ষরোপন কর্মসূচী শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে শেষ হয়।