মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পরিবহণকারী অ্যাম্বুলেন্স আছে, চালক নেই। বরাদ্দ পাওয়া যায়নি জ্বালানি তেলের ফলে অ্যাম্বুলেন্স পরিবহন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কর্ণফুলী উপজেলাবাসী। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগে উপজেলা পরিচালনা ও উন্নয়ন (ইউজিডিপি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্পের সহযোগিতায় কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৪০ লক্ষ টাকা মূল্যের নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
সূত্রে জানা যায়-২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক বরাবর অ্যাম্বুলেন্সটি হস্তন্তর করা হলেও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে গাড়ি চালক নিয়োগ ও তেলের বরাদ্দ না থাকায় বর্তমানে অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম সিভিল সার্জন এর কার্যালয়ের অধিনে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালের রোগী পরিবহণে ব্যবহারিত হচ্ছে।
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেবুন্নেসা কেয়া’র নিকট কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি কোথায় কি অবস্থায় আছে জানতে চাইলে তিনি জানান- অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম সির্ভিল সার্জন কার্যালয়ের অধিনে রয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দ পেলেও চালক নিয়োগ ও তেল বরাদ্দ না থাকায় ব্যবহারে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তিনি আরো জানান- উপজেলা প্রশাসনের আগামী সাধারণ সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের নিকট জানতে চাইলে উনি কোন মন্তব্য করতে রাজি হননি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন।
এদিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অস্থায়ীভাবে চালু হওয়া কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫ ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় কর্ণফুলীর অধিকাংশ জন সাধারণ জানেন না কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা চালু রয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে দেখা যায়- ১২ জন ডাক্তার ও ৬০ কর্মচারীদের নিয়ে পরিচালিত স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর আনা-গোনা নেই, চারিদিকে নিরব নিঃশব্দ পরিবেশ। আধুনিক সজ্জায় সজ্জিত চেম্বারে ডাক্তার বসে আছেন অন্যদিকে কর্মচারীরা যে যার মত খোশ গল্পে মেতে আছেন।