মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার কৈয়গ্রাম নতুন সেতু সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় মুহাম্মদ তাহমিদ নামের ১২ বছরের শিশু নিহত হয়েছে। এসময় আরও ২জন গুরত্বর আহত হয়েছে।
নিহত তাহমিদ পটিয়া উপজেলার কৈয়গ্রামের হাজী পাড়া শেখ আব্দুল্লাহর বাড়ির নিজাম উদ্দিনের পুত্র।
আজ ১০ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৫ টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মুহাম্মদ শরিফ, এবিষয়ে তিনি নবীন কণ্ঠ বিডিকে জানান গাড়ি (চট্টমেটো-ট ০৫-১১৫) আটক করা হয়েছে। নিহত শিশুকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত নেজাম উদ্দিন (৪২) শিশু তাহমিদের পিতা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।