বর্তমানে চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলায় ভোটার রয়েছেন ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৮৭ হাজার ৩৬৩ জন। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত চট্টগ্রাম মহানগরী ও ১৫ উপজেলায় ভোটারদের খসড়া তালিকা থেকে এ তথ্য জানা যায়।
ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় নতুন করে ভোটার হয়েছেন ৮৭ হাজার ৩৬৩ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৪৪ জন। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় ৭১ হাজার ৭১৯ জন নতুন ভোটার হয়েছেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫৩ জন, নারী ২৭ হাজার ৩০৮ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের। নতুন ভোটারসহ চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ভোটার সংখ্যা ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন। জেলায় মোট ভোটারের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ৯৬ জন এবং নারী ৩১ লাখ ৪ হাজার ৬৯ জন। এছাড়া ৬০ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন ভোটাররা অফিসে এসে ভোটার হয়েছেন গত এক বছরে। শেষ হালনাগাদে এক বছরে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৮৭ হাজার ৩৬৩ জন ভোটার বেড়েছে।