মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : কেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করা হয়েছে, সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে এমন একটি প্রশ্ন ঘুরপাক খেতে দেখা গিয়েছে। গতকাল রাত ৮ টার দিকে কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের ডাঙারচর গ্রাম থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে সিএমপি কর্ণফুলী থানা পুলিশ।
শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগষ্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দ্যারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে।
গ্রেফতার বিষয়টি নবীন কণ্ঠকে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ । পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিল গ্রেফতারকৃত আসামি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে নাজিম উদ্দিন হায়দার কে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেননি কোতোয়ালী থানা পুলিশ।
আর একটি সূত্রে জানা যায়, সরকার পতনের আগে ৪ আগস্ট নিউ মার্কেট ও কোতোয়ালি থানা এলাকা আওয়ামী লীগ নিজেদের দখলে নিতে তার পূর্ব থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন। সে সময় কর্ণফুলী থানা যুবলীগের পক্ষ থেকে নাজিম উদ্দিন হায়দার ও তার সাথীরা ভোরবেলা থেকে অবস্থান গ্রহণ করেন নিউ মার্কেট চত্বর এলাকায়। দুপুর ১২ টার দিকে ছাত্র জনতার উপর দমন -নির্যাতন চালানোর পর নিউমার্কেট চত্বরে বিজয় উল্লাস করে তারা। সেদিন বিকেলে একটি গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন গ্রেফতারকৃত যুবলীগ সভাপতি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন তিনি।
এদিকে নাজিম উদ্দিন হায়দারের গ্রেফতার সংবাদে ফেসবুক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া করতে দেখা গেছে, কেউ কেউ তার গ্রেফতারকে রাজনৈতিক মামলায় গ্রেফতার বললেও অনেকেই গত ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলাকারী নাজিমের দৃষ্টিন্তমূলক শাস্তি দাবী করেছে।
এবিষয়ে কর্ণফুলী উপজেলা সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাহবুবা ইলা বলেন- নাজিম উদ্দিন রাজনীতির নামে অপরাজনীতির সাথে জড়িত ছিল, তার হাত থেকে কবরস্থানের মাটি পর্যন্ত রক্ষা পায়নি। তিনি অভিযোগ করেন চরলক্ষ্যায় কিশোর গ্যাং সৃষ্টির পিছনে মূল কারিগর ছিল নাজিম উদ্দিন হায়দার, এসময় তিনি গত ৪ আগষ্টে নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর হামালাকারী নাজিম উদ্দিন হায়দারের দৃষ্টিন্ত মূলক শাস্তির দাবী জানান।
সূত্রে জানা যায়-নাজিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে মিল্ক ভিটার কার্যালয়কে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে ৪ আগষ্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের পরিকল্পনা করে।