মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : শুটকি শুকানো নামে কর্ণফুলী উপজেলাধীন সিডিএ আবাসিক সংলগ্ন এলাকায় উন্মুক্তস্থানে মাছের খাদ্য তৈরীর কারখানায় পরিণত করে বজ্য দ্বারা প্রচন্ড দূর্গন্ধ, জনদূর্ভোগ, পরিবেশ দূষণ ও এলাকাসীর স্বাস্থ্যের পক্ষে হানিকর পরিস্থিতি সৃষ্টি করে আবদুল হালিম ও মোঃ মাসুদ।
আজ ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা উভয়কে ২ হাজার টাকা জরিমানা ও আনুমানিক ১৩ টন বজ্য জব্দ করে ধ্বংস করা হয়।
সূত্রে জানা যায়- উক্ত স্থানে মাছের নাড়িভূড়ি বজ্য স্তুপ করে মাছের খাবার তৈরী করার চেষ্টা ম্যাজিস্ট্রেট কর্তৃক উদঘাটিত হয়। বজ্য দ্বারা প্রচন্ড দূর্গন্ধ তৈরী হয় যাতে জনদূর্ভোগ, পরিবেশ দূষণ ও এলাকাসীর স্বাস্থ্যের পক্ষে হানিকর পরিস্থিতির উদ্ভব হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ এর সংশ্লিস্ট ধারায় ঘটনাস্থলে প্রাপ্ত ২ জন শ্রমিক( আবদুল হালিম ও মোঃ মাসুদ)কে জরিমানা ও উক্ত স্থানে পুনরায় এ কাজ না করার জন্য মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুর বলেন-চরলক্ষ্যা ইউনিয়নের সিডিএ আবাসিকে উন্মুক্ত স্থানে মাছের নাড়িভূড়ি বজ্য স্তুপ করে মাছের খাবার তৈরী করতে গিয়ে পরিবেশ দূষণ, জনদূর্ভোগ সৃষ্টি করার দায়ে এ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩ টন বজ্য জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় কৃষক মোহাম্মদ ফোরকান বলেন, শুটকি শুকানো নামে এখানে উন্মুক্তভাবে মাছের খাদ্য তৈরীর কারখানায় পরিণত করে বজ্য দ্বারা প্রচন্ড দূর্গন্ধ, জনদূর্ভোগ, পরিবেশ দূষণ ও এলাকাসীর স্বাস্থ্যের পক্ষে হানিকর পরিস্থিতি সৃষ্টি হয়। আজকের এ অভিযানের ফলে আবাসিক এলাকাটি দুর্গন্ধ মুক্ত হলো