মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজবাজারে রাস্তা পারাপার করতে গিয়ে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- উ-১২-০৯৫৩) এর ধাক্কায় মহিলা নিহত হয়েছে। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭.৪০ মিনিটের সময় এ দুঘর্টনা ঘটে। এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা যায়, দুঘর্টনাস্থল থেকে গাড়ি এবং চালককে আটক করা হয়েছে। নিহত মহিলার নাম জাহানারা বেগম (৫৩)। তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া পূর্ব শহীদ নগরের মোহাম্মদ আবুল কাশেম এর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মোবারক হোসেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টহল পুলিশ এস আই সেকান্দর হোসেন নবীন কণ্ঠ বিডিকে বলেন- ঘটনাস্থল থেকে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। গাড়ির ড্রাইভারসহ গাড়িটি আটক করা হয়েছে।