চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়েছে কর্ণফুলী বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা নিয়ে ছুটে গেছেন নেতা কর্মীরা। খোঁজ খবর নিয়েছেন সকলের। কাঁদে হাত রেখে দিয়েছেন সান্তনা ও পাশে থাকার আশ্বাস। আগামী কাল পরশুর মধ্যেই আরও ত্রাণ সহযোগিতা পৌঁছাবে কর্ণফুলী বিএনপি’র পরিবারের পক্ষ থেকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা কর্মীদের নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নফুলী উপজেলা বি এন পির আহবায়ক এস. এম. মামুন মিয়া ও কর্ণফুলী বিএনপি’র সদস্য সচিব হাজী ওসমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, উপজেলা বিএনপি’র সদস্য এজাবত উল্লাহ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ.টি.এম. হানিফ, সাধারন সম্পাদক মনির উদ্দীন মুন্সি, জেলা যুবদলের সহ সভাপতি ছালেহ্ জহুর, সহ সাংগঠনিক মোং জসিম উদ্দীন জুয়েল, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি নুরুল হক সাধু, মোঃ হাসেম, ইলিয়াছ মেম্বার, মোঃ লোকমান,আব্দুল গফুর,৫নং ওয়ার্ড বি এন পির সভাপতি জসিম উদ্দীন,সাধারন সম্পাদক মাহাবুব আলম উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মনির উদ্দীন, ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বার, জসিম মেম্বার, সেলিম মেম্বার,মহিলা মেম্বার শাহনাজ,সাবেক মেম্বার কামরুন নাহার ইউনিয়ন যুবদল নেতা হাসান মুরাদ, ইকবাল, সাইদুল, ছাত্রদল নেতা ইফতেখার, জাহেদ, পারভেজ, কামরুল সহ চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার দুপুর বেলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামালের বাপের বাড়িতে চুলার আগুন থেকে পুড়ে ছাই হয়ে যায় ৯ টি ঘরের ১৯ টি পরিবারের সহায় সম্বল। এ সময় একজন আহত ও একটি গবাদি পশু পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী ও অগ্নি নির্বাপন কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)