দীর্ঘ ১১ বছর পার করে প্রথম যুগে পা বাড়িয়েছে কিউর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার। ১১তম বর্ষপূর্তিতে যুক্ত হয়েছে আধুনিক ৫০০ এম.এম এর এক্সরে মেশিন। চালু হয়েছে সেবা সপ্তাহ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কর্ণফুলী মইজ্জ্যারটেক কিউর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারে এক সাধারণ সভায় ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে উদ্বোধন করা হয় সেবা সপ্তাহ। ডায়াগনস্টিক সেন্টারে সেবা প্রার্থীরা আনন্দিত বিশেষ সেবা পেয়ে। কিউর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক টিটু কুমার দে ও তানজিবুল হোসেন জানান, নতুন এক্সরে মেশিন রোগ নির্ণয়ে অন্যান্য ভূমিকা রাখবে। পুরাতন মেশিনে অতি-রশ্নি ও প্রায় অস্পষ্ট চিত্র ধারণ করে। ৫০০ এম. এম এর এক্সরে মেশিনের ব্যয়ভার বেশি হলেও রোগীর রেডিয়েশন ঝুঁকি কমিয়ে সঠিক তথ্য নিশ্চিত করবে।
কিউর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারে সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ ফারহানা মমতাজ। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন শান্তনু রায় সুজন, পরিচালক মারুফ মোঃ নুরুল্লাহ, সেকান্দর হোসেন, আনোয়ার হোসেন, সামশুল আলম, শাহাদাত হোসেন, মোঃ হোসেন, সাইফুল ইসলাম সহ প্রমুখ।