মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন, মেয়াদবিহীন বেকারী পন্য মোড়কজাত করে বিক্রির জন্য সংরক্ষণ ও বেকারী পণ্যে সিনথেটিক ফুড কালার এবং নোংরা ক্রীম ব্যবহার করার অপরাধে কলেজ বাজার কৃষি ব্যাংক রোডস্থ আল মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪ টায় কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) রয়া ত্রিপুরা মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিষ্টানটি
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন, মেয়াদবিহীন বেকারী পন্য মোড়কজাত করে বিক্রির জন্য সংরক্ষণ ও বেকারী পণ্যে সিনথেটিক ফুড কালার, নোংরা ক্রীম ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছে ট্রেড লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স পাওয়া যায় নি। তাদের দ্রুত ট্রেড লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় মোবাইল কোর্টে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেন।
এ সময় তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।