মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলীর শিকলবাহায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মদ-গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) উপজেলার শিকলবাহা মাষ্টার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – শিকলবাহা মাস্টার হাট এলাকার মাদক বিক্রেতা আব্দুল জলিল (৩০), একই এলাকার মো.মূসা (৪৫), মাদক সেবনকারী সালাম (৪১) এবং বাদল দাশ (৭০)।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মোবারক হোসেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার হাট এলাকায় শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের একটি অভিযানিক দল এবং পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে ৯৩৪ গ্রাম গাঁজা এবং ৩০ লিটার মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদক ও গ্রেফতারকৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।