মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও কর্ণফুলী থানার একটি টিম সহায়তা করেন।
সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনাকালে ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, গাড়ির লাইসেন্স ইত্যাদি ব্যাতিরেকে গাড়ি চালানোয় ৩ জন ড্রাইভারকে ও ১ জন সুপারভাইজারকে ৩ টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এসময় তিনি সর্বসাধারণে সহযোগিতা কামনা করেন।