চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ফইজ্জ্যের পুল এলাকা ৩৫ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করে পটিয়া থানা পুলিশ।
সূত্রে জানা যায়- গত মঙ্গলবার রাতে রাজীব দাশ (৩৫) নামের যুবকের মৃতদেহটি নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে গলায় স্ত্রীর শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব পেশায় একজন টেক্সিচালক।
রাজীব দাশ রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের পুলিন দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে পটিয়ার পশ্চিম হাইদগাঁও ফইজ্জ্যের পুল এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী সুইটি দাস স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। ঘটনার দিন রাজীব দাশ বাসায় একা ছিলেন।
নিহতের স্ত্রী সুইটি দাসের বরাত দিয়ে পুলিশ জানায়, সুইটি দাস তাহার ভাইয়ের বাড়িতে বেড়াতে যায় এবং সেখান থেকে ঘটনার দিন মঙ্গলবার সকালে তার কর্মস্থল গার্মেন্টেসে কাজ করতে যায়। রাতে সুইটি গার্মেন্টস থেকে ফিরে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখতে পান নিজ শয়ন কক্ষে ফ্যানের রডের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।