আহলা দরবার শরীফের মহান অলিয়ে কামেল হযরত নূরী বাবা (রহঃ)’র ওরশ শরীফ গত ২৮শে অগ্রহায়ণ ১৩ ই ডিসেম্বর
পীরে ত্বরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মেজবাহ উদ্দিন ছাহেব (মঃজিঃআঃ)’র ছদারতে আহলা দরবার শরীফ প্রাঙ্গনে মহা সমারোহে অনুষ্ঠিত হবে
এই দেশে সুন্নীয়ত এবং ত্বরীকত প্রচার প্রসারে আহলা দরবার শরীফের অবদান অনস্বীকার্য। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আহলা দরবার শরীফের অন্যতম অলিয়ে কামেল সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরূল ইসলাম প্রকাশ নূরী বাবা (রহঃ) যাঁর কাছে সুন্নী জনতা আজীবন ঋনী হয়ে থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, যখন দেশের সমস্ত মাদ্রাসা বন্ধ ছিল তখন হযরত নূরুল ইসলাম নূরী বাবা (রহঃ) সর্বপ্রথম এদেশে আহলে সুন্নাত কনফারেন্স করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী সাহেব, আমাকে (ওবাইদুল হক নঈমী) সহ অন্যান্য ওলামায়ে ক্বেরামগণকে সাহস যুগিয়েছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কনফারেন্স করার জন্য। তিনি বলেছিলেন, আমরা এদেশে স্বাধীনতার পক্ষে ছিলাম, আজ দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শে আদর্শিত, আমরা বসে থাকবো কেন? উদ্যোগ গ্রহণ করলেন এবং সর্বপ্রথম উনার সভাপতিত্বে চট্টগ্রাম কদম মোবারক এতিমখানার ময়দানে আহলে সুন্নাত কনফারেন্স করেছিলেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি স্বাধীনতা পরবর্তী এদেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রথম কনফারেন্স আহলা দরবার শরীফের অন্যতম অলিয়ে কামেল সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম প্রকাশ নূরী বাবা (রহঃ)’র মাধ্যমেই শুরু হয়েছিল।