নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সাবেক স্বৈরাচার দেশি–বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে।
বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন–২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। এক যুগের বেশি সময় ধরে মানুষ যে আন্দোলন করেছে, স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, আজ সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংস্কারের কথা বিএনপি বলেছে আরো দুই বছর আগে। যে অধিকার আদায়ের লক্ষ্যে এক যুগের বেশি সময় ধরে এদেশের মানুষ স্বপ্ন দেখে আসছিল, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতাকে দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। এই দায়িত্ব বর্তমান অন্তর্র্বতী সরকারের। মূল দায়িত্বটা তাদের। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মন্তব্য করে বিএনপি নেতা দেশবাসীর উদ্দেশে বলেন, আপনারা বলেন, বিএনপি সবচেয়ে জনপ্রিয় জাতীয়তাবাদী দল। তাহলে আপনাদের প্রত্যেককে আজ নিজেদের সেইভাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো, অতীতে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছিল তখন এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এদেশে কৃষিকাজের বাইরে তেমন কাজ ছিল না। বিএনপি এদেশের মানুষকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিল। আগে কোটি কোটি মানুষ বেকার ছিল। এক কোটিরও বেশি মানুষ আজ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এসব কারণেই মানুষ মনে করে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।