মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : বন্ধুদের সাথে কক্সবাজার সৈকতে ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোহাম্মদ রিফাত (২০) ও সোহেল (১৮)।
তাদের উভয়ের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে।
মোহাম্মদ সোহেল চরলক্ষ্যা ২নং ওয়ার্ডের বানু বাপের বাড়ির মোহাম্মদ হারুন মিস্ত্রির পুত্র ও রিফাত ১ নং ওয়ার্ডের হায়দার আলীর বাড়ীর মাঙ্গা মিয়ার পুত্র । শনিবার রাত দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- রিফাত ও সোহেলসহ ৫ বন্ধু কক্সবাজারে ভ্রমণ গিয়ে মোটরবাইক যোগে ফিরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসা এলাকায় লরির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
এবিষয়ে নিহত সোহেল এর পিতা মোহাম্মদ হেলাল বলেন-আমার ছেলে জীবনের প্রথমবারের মত কক্সবাজারে বাড়তে গিয়ে লাশ হয়ে ফিরেছে। একজন পিতা হয়ে এমন মৃত্যু আমাকে দেখতে হয়েছে, যা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
সে যখন কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বলেছিল আমি তাকে বারণ করেছিলাম।
রাত ১০ টার দিকে সোহেল ও রিফাত চকরিয়ায় দুর্ঘটনাস্থলে মৃত্যু বরণ করলে স্থানীয় পুলিশ প্রশাসনের মোবাইল কল পেয়ে ছুটে যায় সোহেল ও রিফাতের পরিবার। আজ সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এদিকে বাইক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।