মুহাম্মদ বেলায়েত হোসেন (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে গেল পাঁচ দোকান ভূস্মীভুত হয়েছে । শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার মইজ্জারটেকে এ ঘটনা ঘটে। এতে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত তিনটার সময় আকস্মিক আগুনে দোকানগুলো পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. বাদশাহের ফলের দোকান, মো. বেলালের মোবাইলের দোকান, ছোটন দের ওয়ার্কস, পেয়ার আহমদের কুলিং কর্ণার ও নুরুল আকতারের কুলিং কর্ণার।।
আগুনে ক্ষতিগ্রস্ত মো. বেলাল বলেন, রাত তিনটার সময় ঘরে ছিলাম। দোকানে আগুন লাগার খবর শুনে দোকানে এসে দেখি দোকান পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আমার আট লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ করে দোকান করেছি। জানিনা এখন কি হবে।
এবিষয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস এর কর্মকর্তা অভি বড়ুয়া বলেন, মইজ্জ্যারটেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছে আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।