মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে
চট্টগ্রামের কর্ণফুলী থেকে মো. সাইফুল ইসলাম আকাশ (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
উপজেলার দক্ষিণ শিকলবাহার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দক্ষিণ শিকলবাহা (৬ নম্বর ওয়ার্ড) দরবার পাড়া এলাকার আমির হোসেন সারেং এর বাড়ীর মো. আলম ও নুর বেগমের পুত্র।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মনির হোসেন বলেন, চট্টগ্রাম বাকলিয়া থানার ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।