মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নদীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় মিলেনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুর ২ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিলে নৌ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
তার আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিলো পুলহাতা গেঞ্জি জিন্সের প্যান্ট এবং পায়ে ছিল কেটস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।