মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মামলায় কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকার মোঃ মোরশেদ আলী (৩৮) নামের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। গ্রেফতার মোরশেদ আলী কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকার আকবর আলীর ছেলে। সে যুবলীগের সংগঠক বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ও মোরশেদ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।