চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় (৬০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছে । নিহত বৃদ্ধার নাম মোঃ নুরুল আবচার। মঙ্গলবার (১৯ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে তার নাতিকে মাদ্রাসা থেকে নিয়ে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন।
তিনি সীতাকুণ্ড পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা বলে খবর পাওয়া গেছে। তাদের রিক্সাটি পৌরসদর উত্তর বাইপাস এলাকা অতিক্রম কালে একটি যাত্রীবাহী বাস রিক্সাকে পেছন থেকে চাপা দিলে রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। এতে করে নুরুল আবচার মাথায় প্রচণ্ড আঘাত পান।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। এদিকে নিহত নুরুল আবচারের পুত্র মোঃ মহিনের এক ঘনিষ্ট বন্ধু মোঃ লিয়াকত ঘটনার বর্ণনা দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মরহুমের জানাজা আজ বাদ আসর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।