মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চিৎকারের শব্দ শুনে প্রতিবেশিরা এগিয়ে এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। যে যার মত করে আগুন নির্বাপনের শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এদিকে শিকলবাহা ক্রসিংস্থ কর্ণফুলী উপজেলা মডেল ফায়ার সার্ভিস থেকে টিম আসতে সময় লেগে যায় প্রায় ৩০ মিনিট ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুই ভাইয়ের দোকান।
এমনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল
রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে লাগা আগুনের সূত্রপাত হয়েছে। এতে শাহজাহান (৪২) ও মো. সাইফুল (৩৫) নামের ২ ভাইয়ের
একটি কুলিং কর্ণারের দোকান ও আরেকটি হার্ডওয়্যার পণ্যের দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী ও দুই ভাইয়ের দাবী। তবে ফায়ার সার্ভিস টিম বলছে ক্ষয়ক্ষতি পরিমাণ এ মূহুর্তে বলা সম্ভব নয়।
ক্ষতিগ্রস্তরা হলেন-একই এলাকার এবাদুল হকের পুত্র।
এবিষয়ে কথা হয়-চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) সাইফুদ্দিন মানিক বলেন, ঘটনাস্থলের একটি ভবনের নিচ তলায় তাদের দুই ভাইয়ের দুইটি দোকান ছিল। রাতে আগুন লেগে তাদের দোকানগুলো সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে।
সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি ৯৯৯ এ ফোন দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাদের দুইটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কর্ণফুলী ফায়ার সার্ভিস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনলে দুটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস।