মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম :
“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” এই স্লোগানকে সামনে রেখে কর্ণফুলী নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় মানববন্ধন করেছে কর্ণফুলী উপজেলা ক্যাব যুব গ্রুপ।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় মানববন্ধনে বক্তারা বলেন- কর্ণফুলী নদী দূষণমুক্ত করা, কর্ণফুলী নদী বাঁচা মানে কর্ণফুলীর হাজারো মাঝি বাঁচা আর মাঝিরা বেঁচে থাকা মানে কর্ণফুলীর হাজারো পরিবার বাঁচা। যা দিয়ে কর্ণফুলীর অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে। তাই এই কর্ণফুলী বাঁচাতে আজকে আমাদের ক্যাব যুব গ্রুপ কর্ণফুলীর কর্মসুচী।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব যুব গ্রুপ কর্ণফুলীর সভাপতি আরফিন সুমন, সাধারণ সম্পাদক সিদরাতুলমুনতাহা সদস্য ফয়সাল উদ্দিনসহ চট্টগ্রাম মহানগর ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ।