চট্টগ্রাম কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাটের ৩০০ ব্যবসায়িকে উচ্ছেদ নয়, বরং ৫০ ফুট রাস্তা প্রশস্তকরণ করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ব্রিজঘাট ব্যবসায়ি সমিতি সংগঠন।
এ দাবি বাস্তবায়নে সংগঠনটি বুধবার (১৩ নভেম্বর) সকালে চরপাথরঘাটায় মানববন্ধন করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)’র প্রতি আহ্বান জানিয়েছেন।
এতে বক্তব্য রাখেন-চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ি সমিতির সভাপতি ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন, পুরাতন ব্রীজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ, প্রবীণ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক নেছার আহম্মদসহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘মইজ্জ্যারটেক টু ব্রিজঘাট পর্যন্ত সিডিএ’র জমিতে থাকা হাজার হাজার ব্যবসায়ি বিশেষ করে পুরাতন ব্রিজঘাটের ৩০০ ব্যবসায়িকে বারবার উচ্ছেদ না করে ‘পুনর্বাসন’ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার বন্ধ না করে এই শত শত মানুষের নিজের কর্মসংস্থান অক্ষুণ্ণ রেখে, বিশেষ পদ্ধতিতে পুনর্বাসন করার যেন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। এমন দাবি জানিয়েছেন সমিতির নেতারা।
চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কে দেওয়া এক লিখিত চিঠিতে তাঁরা জানান, বিগত আওয়ামী সরকারের আমলে কর্ণফুলী উপজেলা পরিষদ কতৃক পুরাতন ব্রিজঘাটের বাজারকে খাস হিসেবে অবহিত করে ইজারা দেওয়ার চেষ্টা করেছিলেন।
সিডিএ এর জমিকে খাস দাবি করার কারণে সিডিএ কতৃক তাঁদের জমি রক্ষার্থে পুরাতন ব্রিজঘাটের কয়েক শতাধিক ব্যবসায়িকে উচ্ছেদের মুখে পড়তে হয়। কয়েকবার উচ্ছেদে ব্যবসায়িদের কোটি কোটি টাকার ক্ষতি হয়।
কয়েক মাস আগে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) ব্যবসায়িদের উচ্ছেদ করে জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল করে ১০ ফুটের একটি রাস্তা নির্মাণ করেন। প্রকৃতপক্ষে, বর্তমানে এ সড়কটি জনবহুল এলাকা হিসেবে চলাচলের উপযোগী নয়। দুটি গাড়ি গেলেই ভেঙে যাবে।
পুরাতন ব্রীজঘাট একটি গুরুত্বপূর্ণ এলাকা যেখানে স্কুল, মাদ্রাসা, এতিমখানাসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা রয়েছে। প্রতিদিন ১৫/৩০ হাজার জনসাধারণ চলাফেরা করেন। তাই রাস্তাটি ৫০ ফুট বর্ধিত করে আরসিসি ঢালাই করা অতীব জরুরী।
পাশাপাশি পুরাতন ব্রিজঘাটের কয়েক শতাধিক ব্যবসায়িদের উচ্ছেদ না করে, তাঁদের রুটি রোজগার ও পরিবার পরিজনের বিষয়টি বিবেচনা করে ব্যবসায়ি সমিতিকে ইজারা কিংবা যে কোনো শর্তে অস্থায়ী ব্যবসা করার সুযোগের দাবি জানান। কেননা, এ বাজারটি কর্ণফুলীর ৫ ইউনিয়নের খাদ্যের যোগান দেয়। এলাকার স্বার্থে বাজারটি সবার দরকার।