মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : শিক্ষা মানুষের মনন আলোক প্রজ্জলিত করে আলোকিত মানুষ সৃষ্টি করে, মনের অন্ধকার দূর করে শিক্ষা। আগামীর বিশ্ব হবে মেধাবীদের।
আজ ৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় আয়ুব বিবি ট্রাস্ট এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ জাবের হোসেন উপরোক্ত মন্তব্য করেন। খোয়াজনগর আজিম হাকিম হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর ডি.এম.ডি লায়ন মোহাম্মদ হাকিম আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রত্মতত্ত¥ অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের উপ পরিচালক কাম কীপার ড. মোঃ আতাউর রহমান ও কর্ণফুলী উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। এসময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহŸায়ক শেখ আহমদ ইম, চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুছা, খোয়াজনগর ৪নং ওয়ার্ড মেম্বার তাহের আহমেদ, ৫নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ও জাগরণী সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোওয়া হোসেনসহ কর্ণফুলী উপজেলার স্কুল প্রধান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন আজিম-হাকিম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম মন্জু।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ আতাউর রহমান বলেন-শিক্ষার্থীদের তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এ আয়োজন। মনের অন্ধকারকে দূর করার জন্যই শিক্ষা। আমাদের প্রয়োজন সুশিক্ষিত আলোকিত মানুষ। প্রতিটি ছেলে-মেয়েদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আমাদের ছেলে-মেয়েদের নিকট দেশ ও বিশ্বের বরণ্য ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ইউনুস এর মত ব্যক্তিদের ইতিহাস তুলে ধরতে হবে। তাদের দেখে আমাদের ছেলে-মেয়েরা সাহস, অনুপ্রেরণা এবং স্বপ্ন দেখবে।
বিশেষ অতিথি ড. বাবুল চন্দ নাথ বলেন- আজিম-হাকিম স্কুল ২০২৪ সালে কর্ণফুলী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে, আমি আজকের আয়োজনে তাদের গৌরবের স্মারক নিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা আগামীতে এ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধে অবর্ত্তীণ হতে হবে। এসময় তিনি আরো বলেন-শিক্ষা একজন মানুষকে দেশকে সর্বোপরি পুরো বিশ্বকে আলোকিত করে। যদি প্রকৃত শিক্ষায় একজন মানুষকে সুশিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতে পারা যায়, তার প্রভাব হবে সুদূরপ্রসারী। এর প্রভাব পুরো দেশ এবং বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। শুধু ব্রিজ কালভার্ট নয়, তার পাশাপাশি আলোকিত মানুষ গড়ে তোলাই মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেন- প্রতিটি কাজ সম্মানের যে ব্যক্তি নিজের কাজকে সম্মান দিতে জানে না সে কখনো উন্নতি লাভ করতে পারবে। এসময় তিনি স্মৃতি চারণ করে বলেন- আমি যদি আমার মা-বাবার আদের্শ অমান্য করতাম তাহলে আজকের এই পর্যায়ে আসা সম্ভব হতো। তিনি প্রতিটি শিক্ষার্থীদের মা-বাবার সেবায় আত্মনিয়োগ হওয়ার পরামর্শ দেন এবং আগামীতে আয়ুব বিবি ট্রাস্টের উদ্যোগে কর্ণফুলী সকল স্কুল নিয়ে স্পোর্টস মেলা ও মেধাবীদের সম্মাণনা প্রদান করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
কর্ণফুলী উপজেলার প্রায় ৩৬ টি বিদ্যালয়ের ৭০০ জনের পরীক্ষার্থীর মধ্য থেকে গোল্ডেন, ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৭৬জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ, ক্রেস্ট ও স্কুল ব্যাগসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।