মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কটি দিন দিন দুর্ঘটনা প্রবল সড়কে পরিণত হয়েছে। গত ২দিনে (৫-৭ নভেম্বর) ৩টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১ জন গুরুত্বর আহত হয়ে স্থানীয় মেডিকেলে ভর্তি হয়েছে। নিহতের মধ্যে একজন সাবেক মেম্বার অপরজন নারী।
গত ৫ নভেম্বর (মঙ্গলবার) রাস্তা পারাপার হওয়ার সময় রাত ১০ ঘটিকায় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী হানিফ চেয়ার কোচ ( ঢাকা মেট্রো ব- ১৫-৮০৬৪) গাড়ি ধাক্কা দিলে রাস্তা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে রক্তপাত ঘটে।
এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে উনাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু তাহের মেম্বার (৮১) শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কর্ণফুলী থানার টহল পুলিশ নারীর মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওই নারী সুনামগঞ্জ জেলার রঙ্গাছড়ি এলাকার আবু মিয়ার মেয়ে সালেহা খাতুন (২৫)। সে বর্তমানে শিকলবাহা জামালপাড়া এলাকার বকুল চেয়ারম্যান বাড়ী এলাকায় বসবাস করত বলে জানা গেছে। ঘটনার আলামত দেখে পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর কারণ জানা যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। তারা জানিয়েছেন ওই নারী বিভিন্ন এলাকায় ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় মালবাহী ট্রাক মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলটি দুমড়ে যায় ভাগ্যক্রমে বাইক আরোহী লাফ দিলে প্রাণে বেঁচে যায় এসময় সে পায়ে গুরুত্বর আহত হয়ে স্থানীয় মেডিকেল চিকিৎসা নেয়।
এ ছাড়াও গত ২৩ অক্টোবর (বুধবার) একই স্থানে স্থানীয় শিকলবাহা চৌমূহনীর আইয়ুব সওঃ লেগুনা গাড়ির ধাক্কায় তিনিও ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে রক্তপাত ঘটে ৫ দিনপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে ব্যাটারী চালিত রিক্সাকে ধাক্কা দেয় হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৫৮১৬)। এতে রিক্সা চালকসহ ৩ জন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
মইজ্জ্যারটেকসহ পিএবি সড়কের বিশৃঙ্খলা ও যত্রতত্র গাড়ি পার্কিং ও রাত্রের বেলা ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে দায়ী করছেন সচেতন মহল।