চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজবাজার জামালপাড়া গেইটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে কর্ণফুলী থানা পুলিশ। আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কর্ণফুলী থানার টহল পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। উদ্ধার হওয়া ওই নারী হলেন-সুনামগঞ্জ জেলার রঙ্গাছড়ি এলাকার আবু মিয়ার মেয়ে সালেহা খাতুন (২৫)। সে বর্তমানে শিকলবাহা জামালপাড়া এলাকার বকুল চেয়ারম্যান বাড়ী এলাকায় বসবাস করত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় অজ্ঞাত হিসেবে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর কারণ জানা যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। তারা জানিয়েছেন ওই নারী বিভিন্ন এলাকায় ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।