কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো শিকলবাহা ইউপি’র সাবেক সদস্য আবু তাহের মেম্বার (৮১)।
৫ নভেম্বর (মঙ্গলবার) রাস্তা পারাপার হওয়ার সময় রাত ১০ ঘটিকায় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী হানিফ চেয়ার কোচ যাহা ঢাকা মেট্রো ব- ১৫-৮০৬৪ গাড়িটি ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে রক্তপাত ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক শিকলবাহা ইউপি সদস্য আবু তাহের মেম্বার মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ তিন পুত্র সন্তান তিন কন্যা সন্তান অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবু তাহের প্রকাশ আবু মেম্বার একজন দলিল লেখক ও সমাজিক স্থানীয়ভাবে সুদক্ষ একজন বিচারক ছিলেন।
ঘাতক চেয়ার কোচ গাড়িটি স্থানীয়রা ধাওয়া করলে মইজ্জ্যরটেক এলাকায় ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। দূর্ঘটনাস্থ দায়িত্বরত কর্ণফুলী থানা এস আই মোহাম্মদ মহসিন সরদার জানান বর্তমানে গাড়ি কর্ণফুলী থানায় পুলিশের হেফাজতে রয়েছে। উল্লেখ্য গত ২৩ অক্টোবর একই স্থানে স্থানীয় শিকলবাহা চৌমূহনীর আইয়ুব সওঃ লেগুনা গাড়ির ধাক্কায় তিনিও ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে রক্তপাত ঘটে ৫ দিনপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
৬ নভেম্বর (বুধবার) জোহরের নামাজের শেষে শিকলবাহা মৌঃ শাহ অহিদীয়া(রঃ) জামে মসজিদে সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামায শেষে মরহুমের দাফন পারিবারিক কবরস্থানে করা হয়।
এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক ও সমাজিক বিভিন্ন পেশা শ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেন। তাঁরা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।