মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম : এসআইবিএলে চাকরি ফিরে পাওয়ার দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের পর এবার চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেছে আন্দোলনরত চাকরিচ্যুত ব্যাংক কর্মীরা।
আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তরা বলেন- “আমরা কেউ অনৈতিকভাবে চাকরিতে প্রবেশ করিনি। অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দিয়েছি,” বলেন একজন। হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত শতাধিক কর্মী।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।
সেখানে আন্দোলনকারীরা অভিযোগ করেন, নিয়ম মেনে চাকরিতে প্রবেশ করলেও তাদের চাকরিচ্যুত করার ক্ষেত্রে কোনো নিয়ম মানেনি ব্যাংক কর্তৃপক্ষ।
মানববন্ধনে আব্দুর রহমান আকাশ নামের একজন বলেন, “আমরা কেউ অনৈতিকভাবে চাকরিতে প্রবেশ করিনি। অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দিয়েছি। আমরা যদি অযোগ্য হই, তাহলে আপনারা প্রমাণ দেন আমাদের যোগ্যতা নাই।”
তিনি বলেন, কর্মী ছাটাই করতে হলে তিন মাস আগে নোর্টিশ দিতে হয়, কিন্তু আমাদের কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই চাকরিচ্যুত করা হয়েছে।
যে ৬৭২ জন কর্মীকে বিনা নোর্টিসে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের প্রতি অবিচার করা হয়েছে অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন, তারা প্রতিদিনের মতো কাজ করে যাচ্ছিলেন। কিন্তু কোনো ধরনের নোর্টিস ছাড়া বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সবাইকে টারমিনেশন লেটার দিয়ে দেওয়া হয়েছে।