আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) ফাজিলখার হাট বাজার এলাকার কর্ণফুলী ফুড নামেরর বেকারীতে অভিযান পরিচালনা করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এসময় উক্ত প্রতিষ্ঠানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী- উৎপাদন ও মেয়াদ এর তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রি দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ফাজিলখার হাট বাজার এলাকার কর্ণফুলী ফুড নামের বেকারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় তিনি আরো বলেন-উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে যথাযথ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন। মেয়াদ এর তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রি করে আসছিল অত্র প্রতিষ্ঠানটি।
অভিযান পরিচালনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম, কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্য্যবৃন্দ।