সারা দেশের ন্যায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজিতে ভরপুর হলেও বেড়ে চলছে আলুর দাম। গত সপ্তাহে প্রতি কেজি আলু ৬০-৬৫ টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহের শুরু থেকে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। খোজ নিয়ে জানা যায়- কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টার হাটে ৭০ টাকার নীচে মিলছে না আলু। গত সপ্তাহ থেকে শীতকালীন সবজি যেমন-ফুলকপি, বাঁধাকপি, মূলাসহ বিভিন্ন সবজিতে ভরপুর ছিল সবজির দোকানগুলো।
এদিকে পাইকারি বিক্রেতারা জানান, এখন পাইকারিতেই প্রতি কেজি আলু ৬২-৬৪ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৫৮-৬০ টাকা ছিল।
আলুর দামের বিষয়ে চট্টগ্রাম মহানগরীর রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। এরপর এখন আবার বেড়ে আরও অস্থিতিশীল হয়েছে।
জসীম উদ্দিন নামের একজন ব্যবসায়ী বলেন, নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলুর আড়তদার মো. সবুজ আরও জানান, হিমাগারে আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। গত সোমবার পাইকারি ৫৮ টাকা কেজি দরে পুরোনো আলু বিক্রি করেছি। তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৪৭-৪৮ টাকায়। আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে।
এ বিষয়ে পুরাতন ব্রীজঘাট বাজারে আসা সাজ্জাদ নামের এক ক্রেতা জানান, আলুর দামও যদি ৭০ টাকা হয় তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে। বাধ্য হয়ে খাদ্য তালিকা থেকে আলু বাদ দিতে হচ্ছে।