মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাট বাজার থেকে সরকার নিষিদ্ধ ৩০০ কেজি পলিথিন জব্দ করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

আজ ৩ নভেম্বর (রবিবার) বিকাল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অভিযান পরিচালনা করে পলিথিন উদ্ধার ও বাজার মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং খুচরা ব্যবসায়ীদের পলিথিন ব্যাগ না রাখার পরামর্শ দেন।
সূত্রে জানা যায়- বাংলাদেশ সরকার খুচরা বাজারে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করলেও কর্ণফুলী উপজেলার বিভিন্ন বাজারে পলিথিন ব্যবহার চলমান রাখায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা না থাকায় ও নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির কাজে ব্যবহার করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিস্ট ধারা অনুযায়ী ০৩টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় ও ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। জব্দকৃত পলিথিন গুলো পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে তারা বিধি অনুযায়ী এটির ব্যবস্থা গ্রহণ করবেন।