বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন বিগত ১৫ বছর যাবৎ দেশ শাসন করা আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট অর্থপাচার সর্বোপরি তাদের নজিরবিহীন দলীয়করণ ও দুঃশাসন দেশকে বসবাসের অযোগ্য একটি জনপদে পরিণত করেছে এহেন পরিস্থিতিতে দেশের সব ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে ছাত্র জনতার সমর্থনে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কিন্তু নানামুখী ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি তাই সরকারকে অনুরোধ করব দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন এখনই দেশ গঠন ও কল্যানমুখী আদর্শিক সুফিবাদী রাষ্ট্র ব্যবস্হা প্রতিষ্ঠার উপযুক্ত সময় এই সময়কে কাজে লাগাতে না পারলে দেশ জাতি ও মাযহাব মিল্লাত কঠিন বিপদের মুখোমুখি হবে। জেলা সভাপতি মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রেজাউল করিম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা আহমদ হোসাইন কাদেরী সহ সাংগঠনিক সচিব সোলাইমান চৌধুরী কেন্দ্রীয় নেতা মহিউল আলম সহ ইসলামী ফ্রন্ট যুবসেনা এবং ছাত্র সেনার জেলা ও আওতাধীন শাখাসমুহের দায়িত্বশীল নেতৃবৃন্দ।