মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) : কর্ণফুলীতে বাংলাদেশ স্কাউটের ত্রৈবার্ষিক অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর ) দুপুর ৩ টায় দিকে আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে অভিষেক সভা অনুষ্ঠিত হয়।
আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন মো: হাকিম আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট কর্ণফুলী উপজেলা শাখার সম্পাদক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিনের
সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিস ও বাংলাদেশ স্কাউট কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি মাসুমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাংলাদেশে স্কাউট কর্ণফুলী উপজেলা শাখার সহ-সভাপতি বাবুল চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সৈয়দা আরজু।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সহ সভাপতি চরলক্ষ্যা সিরাজুল মনির গাউসিয়া দাখিল মাদ্রাসা সুপার সিরাজুল মোস্তফা, কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ সেন, জুলধা শাহ আমির উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী কমিশনার আছিয়া মোতালেব রিজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সোহেল মাহমুদ, মরিয়ম আশ্রয় উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিপুল কান্তি দত্ত, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রেজাউল করিম, শিকলবাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসা সহকারী শিক্ষক আমির হোসেন, কালাপোল সরকারি প্রথামিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিরিন আক্তার বেগম, পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিংকুশী দাশ,পশ্চিম শাহমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো সাজেদুল হাসান,সাধারণ সম্পাদক চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কালারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক লক্ষী কর,কোষাধ্যক্ষ ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী, স্কাউট লিডার মরিয়ম আশ্রয় উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এনামুল হক চৌধুরী, কাব লিডার মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, সদস্য জিন্নাতুন ইসলাম,ফরিদা ইয়াসমিন, অনুপ কুমার দাস, রোকেয়া বেগম সাদা, মো: মঈনুল ইসলাম,আবদুল মতিন, সুপ্রিয়া দে,ইন্দ্রজিৎ ভট্টাচার্য, সমীরন সেনসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শৃঙ্খলা ও সুষ্ঠু জীবনের জন্য বাংলাদেশ স্কাউট এর গুরুত্ব তুলে ধরেন।