কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মোজার ১০ শতক খাস জমি উদ্ধার করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) রয়া ত্রিপুরা অভিযান চালিয়ে জমির উপর নির্মাণাধীন স্থাপন উচ্ছেদ করে এ খাস জমি উদ্ধার করেন।
আজ ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে কালাইয়ার দোকানের উত্তর পাশে অবস্থিত সরকারী খাস জমিতে দোকান নির্মাণ করে অবৈধভাবে দখল করার চেষ্টা করা হলে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি), কর্ণফুলী কর্তৃক অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) রয়া ত্রিপুরা সাংবাদিকদের জানান, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মোহাম্মদ শাহেদ নামে এক ব্যক্তি অবৈধভাবে ১০ শতক জমি দখল করে তাতে অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদের ভিত্তিতে তাতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড টাঙানো হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা এসব জমির বর্তমান মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এসব জমি সরকারি সম্পদ। অবৈধ দখলদারের কাছ থেকে সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ কার্য়ক্রমে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেন।
Discussion about this post