মুহাম্মদ বেলায়েত হোসেন, কর্ণফুলী (চট্টগ্রাম) :
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল থেকে স্বৈরাচারী খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবি জানানো হয়েছে।
আজ ১৫ই আগস্ট রোজ বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমহনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার
ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে গনহত্যার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মীর জাকির আহমদ।
অবস্থান কর্মসূচির সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবী জানান।
সাবেক যুগ্ম আহবায়ক এম, শফিউল করিম শফির সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার শিকলবাহা চৌমহনী, কলেজবাজার ও শিকলবাহা ক্রসিং হয়ে কলেজবাজারস্থ দলীয় কার্যলয় সম্মূখে পথ সভায় মিলিত হয়।
এই সময় বক্তব্য রাখেন রাখেন কর্ণফুলী উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহারুল ইসলাম বাহার,জেলা কৃষক দলের সাবেক সদস্য আব্দুল গফুর, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মাহবুবুল আলম পারভেজ, মোহাম্মদ ফেরকান, শের আলী, মহিউদ্দিন, বিএনপি নেতা নুর ইদ্রিস মেম্বার, মোঃ ইলিয়াছ, ইকবাল বাহার,কৃযক দল নেতা মোহাম্মদ ইলিয়াছ, মোঃ আবছার,আমির খান,আব্দুল করিম,বেলাল আহমদ রনি, মোঃ আবছার,মোঃ ওসমান গনি, আব্দুল হামিদ বাবু,হারুন কন্টাকটার, প্রমুখ।
Discussion about this post